মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক দুই

মাগুরা প্রতিনিধি

মাগুরায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক করা হয়েছে। রবিবার ভোর রাতে মাগুরা সদরের পারলা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, মাগুরা সদরের পারলা গ্রামের মৃত রুস্তম বিশ্বাসের ছেলে মোস্তাক (৩৭) ও তার বড় ভাই মোহাম্মদ দাউদ আলী বিশ্বাস (৪৬)।

আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী ও পুলিশ সূত্র জানায়, মাগুরা সেনাক্যাম্প ও সদর থানার একটি দল গোপন সংবাদ এর ভিত্তিতে পারলা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ মুস্তাক ও তার বড় ভাইকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এর আগেও তাদের নামে একাধিক মামলা রয়েছে। আটকের পর আসামিদেরকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন