মাগুরায় ভাইরাল হওয়া চাঁদাবাজ গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি

মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে ভিডিও ভাইরাল হওয়া এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

আটককৃত ব্যক্তি মোহাম্মদ গোলাম রসুল (৪৫) মাগুরা সদরের পারলা উত্তরপাড়া এলাকার মৃত আজহার মোল্লার ছেলে।

স্থানীয় তথ্য সূত্রে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে শহরের ঢাকা রোড এলাকায় চাঁদাবাজি করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাগুরা সদর থানার একটি বিশেষ টিম মোহাম্মদ গোলাম রসুলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বর্তমানে তাকে থানায় রেখে অধিকতর জিজ্ঞাসাবাদ চলছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন