Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মাগুরার সেই শিশুর ভারসাম্যহীন বাবার পাশে তারেক রহমান

গেজেট ডেস্ক 

ধর্ষণের শিকার মাগুরার সেই শিশুর মর্মান্তিক মৃত্যুর পর মানসিকভাবে বিপর্যস্ত ও ভারসাম্যহীন হয়ে পড়া তার বাবার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম নিজের তত্ত্বাবধানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে তার ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করেন।

ডা. রফিকুল ইসলাম জানান, শিশুটির বাবা ফেরদৌস পেশায় একজন কৃষক ও ভ্যানচালক। নিজের আদরের ছোট সন্তানের মর্মান্তিক মৃত্যু বাবা হিসেবে মেনে নিতে পারেনি। ভয়ংকর মানসিক আঘাতে অনেকটা ভারসাম্য হারিয়ে ফেলেছেন তিনি।

তিনি আরও বলেন, মাগুরার সেই শিশুর বাবার বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানার পর তাকে ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করেন। বর্তমানে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ মার্চ নিজ বোনের শশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। পরদিন তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, পরবর্তী সময়ে ৮ মার্চ অবস্থার উন্নতি না হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় শিশুটি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন