Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মাগুরায় র‌্যাবের অভিযানে ৪৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৬, যশোর এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শালিখা থানাধীন মাগুরা যশোর মহাসড়কে মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর রাতে চেক পোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশী কার্যক্রম শুরু করে।

এসময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে সকাল সাড়ে ৬ টার দিকে একটি ট্রাক যার রেজিঃ নং- ফরিদপুর-ট-১১-০১২৭ চেকপোষ্ট অতিক্রম করাকালে তল্লাশীর জন্য থামানোর সিগন্যাল দিলে ট্রাকটির চালক দ্রুত বেগে চেক পোষ্ট অতিক্রম করার চেষ্টা করে। তখন ডিউটিরত র‌্যাব সদস্যরা জুয়েল এন্টারপ্রাইজ লেখা মালবাহী ট্রাকটি আটক করেন। ঐ সময় ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ কামরুল শেখ (২৩), পিতা-ইকবল শেখ, সাং-মাইজা মিয়ারডাঙ্গী, মোঃ জোবায়েদ শেখ (১৮), পিতা-মোঃ সমশের শেখ, সাং-ভাসানচর উচা ব্রিজ, উভয় থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর বলে জানায়। তারা আরও জানায় যে, উদ্ধারকৃত ফেন্সিডিল যশোর হতে বিক্রয়ের জন্য মাগুরা নিয়ে যাচ্ছিল। সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ  ট্রাকটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়।

উদ্বারকৃত আলামতসহ আসামীদের মাগুরা জেলার শালিখা থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীণ। সূত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন