Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মাগুরায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

গেজেট ডেস্ক

মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া খালপাড়া এলাকা থেকে মান্নান মোল্লা নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) খালের পাড়ে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত মান্নান ৩ নম্বর শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল চালক ও রাইড শেয়ারিং কাজে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মান্নান মোটরসাইকেল রাইড শেয়ারিং করেন। তিনি বিভিন্ন সময় মাগুরা জেলা শহর থেকে যাত্রী নিয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতেন। গতকাল রাত্রেও তিনি যাত্রী নিয়ে বিভিন্ন গ্রামে পৌঁছে দেওয়ার কাজ করতে বের হয়েছিলেন। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেননি। ভোরের দিকে স্থানীয়রা টুপিপাড়া মৎস্যভবন খালপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ দেখতে পান।

মাগুরা মাগুরা শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ ইদ্রিস আলী জানান, টুপিপাড়া খালপাড়া এলাকায় মান্নান মোল্লা নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি হেলমেট উদ্ধার করা হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন