বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

মাগুরায় থ্রি হুইলার-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

গেজেট ডেস্ক 

মাগুরায় শ্যালো ইঞ্জিনচালিত লাটা গাড়ির (থ্রি-হুইলার) সাথে মোটরসাইকেলের সংঘর্ষে জিৎ ঘোষ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বর্ষণ রায় নামে আরেকজন।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে সদর উপজেলার কুল্লিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিৎ একই উপজেলার কুচিয়ামোড়া গ্রামের অনুজ ঘোষের ছেলে এবং আহত বর্ষণ একই গ্রামের বিপুল কুমার রায়ের ছেলে।

স্থানীয়রা জানায়, ইট-বোঝাই করে একটি থ্রি-হুইলার বুনাগাতি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে জিৎকে জরুরি বিভাগের ডাক্তার অনুপম দাস মৃত ঘোষণা করেন। আহত অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। থানায় মামলা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন