Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মাগুরার ইছামতি বিল থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার

গেজেট ডেস্ক

মাগুরার মহম্মদপুরে ইছামতি বিল থেকে সবুজ মোল্লা (৩০) ও হৃদয় মোল্লা (১৬) নামে ২ ভাইয়ের গলাকাটা লাশ পাওয়া গেছে। রোববার বেলা ১১টার দিকে এলাকাবাসী ইছামতি বিলে তাদের গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়।

সবুজ ও হৃদয় উপজেলার পানিঘাটা গ্রামের মনজুর মোল্লার ছেলে।

প্রাথমিকভাবে জানা গেছে, গতকাল রাতে ২ ভাইকে কে বা কারা ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আজ বেলা ১১টার দিকে এলাকাবাসী ইছামতি বিলে তাদের লাশ দেখতে পায়।

এ ঘটনায় বিপ্লব শিকদার ও আসিফ শিকদার নামে সন্দেহভাজন ২ জনকে আটক করেছে পানিঘাটা ফাঁড়ি পুলিশ।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি এবং মাগুরার পুলিশ সুপার মশিউদৌল্লা রেজা ঘটনাস্থলে রওনা হয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন