Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ছুটির দিনে ভোটারদের দ্বারে দ্বারে সাকিব

গেজেট ডেস্ক

শীতের সকাল। সোয়েটার ও ট্রাউজার পরে নির্বাচনি মাঠে সাকিব আল হাসান। সঙ্গে কর্মী-সমর্থক। হাসিমুখে সাকিব কথা বলছেন স্থানীয় নারী ও পুরুষদের সঙ্গে। কুশল বিনিময়ের পাশাপাশি চাইছেন ভোট।

সরকারি ছুটির দিন শুক্রবার এমন চিত্র দেখা যায় মাগুরা-১ নির্বাচনি এলাকায়। এ আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়ছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।

নিজ কেন্দ্র আট নম্বর ওয়ার্ডে সকাল সাতটা থেকে সাড়ে ৮টা পর্যন্ত গণসংযোগ করেন সাকিব।

তিনি এ ওয়ার্ডে শতভাগ ভোট তাকে দেয়ার জন্য আহ্বান জানান ভোটারদের।

গণসংযোগকালে সাকিবের সঙ্গে ছবি ও সেলফি তুলতে দেখা যায় বিভিন্ন বয়সীদের। কেউ কেউ কাছ থেকে সাকিবকে দেখে আপ্লুত হয়ে পড়েন।

ইসকন মন্দির এলাকায় গেলে সাকিবকে ফুলের মালা পরানোর পাশাপাশি তার গায়ে ফুল ছিটিয়ে দেয়া হয়। সে সময় মন্দির সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে দেখা যায় সাকিবকে। ওই সময় লিফলেটও বিতরণ করেন আওয়ামী লীগের প্রার্থী।

গণসংযোগের পর ক্রিকেট খেলেন সাকিব আল হাসান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন