বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

মাগুরায় ওয়ান শুটারগানসহ ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

মাগুরা থেকে ওয়ান শুটারগান সহ এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।  গ্রেফতারকৃত আসামীকে মাগুরা জেলার শালিখা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ জুন) র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাগুরা জেলার শালিখা থানা এলাকায় সন্ত্রাসী কার্যকালাপ ও চাঁদাবাজির উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই সাড়ে ৭টায় মাগুরা জেলার শালিখা থানাধীন গঙ্গারামপুর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে মাগুরা জেলার শালিখা থানার বাসিন্দা আসামী খন্দকার মামুন(৩২), ইউপি সদস্যকে গ্রেপ্তার করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর হেফাজতে থাকা দেশীয় ওয়ানশুর্টারগান ১টি ও ২ মোবাইল ফোন ২টি উদ্ধার পূর্বক জব্দ করে।

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন