Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মাগুরার মহম্মদপুরে নসিমনের ধাক্কায় শিশুর মৃত্যু

গেজেট ডেস্ক

মাগুরার মহম্মদপুরের বিনোদপুর ইউনিয়নের ভাবনপাড়া এলাকায় নসিমনের ধাক্কায় আশিরা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বিনোদপুর ইউনিয়নের ভাবনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরিশা উপজেলার ধর্মদা গ্রামের আক্তার হোসেনের মেয়ে। নানার বাড়িতে বেড়াতে গিয়ে নসিমনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় সে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাবনপাড়া এলাকার সড়কে উপর চলে আসে শিশুটি। হঠাৎ নসিমনের সঙ্গে ওই শিশু ধাক্কা লেগে গুরুতর আহন হয়। পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ওসি ইকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরিশা নানার বাড়ি বেড়াতে এসে নসিমনের ধাক্কায় নিহত হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন