Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ট্রাকের ধাক্কায় কৃষক লীগ নেতা নিহত

গে‌জেট ডেস্ক

দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মাগুরায় মিছরুল হক (৫০) নামে জেলা কৃষক লীগের এক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে ঘটনাটি ঘটে। নিহত মিছরুল হক জেলা কৃষক লীগের মৎস্য ও প্রাণিবিষয়ক সম্পাদক ছিলেন।

মিছরুল জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতিও ছিলেন। মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের দহরসিংড়া গ্রামের নুরুল হকের ছেলে মিছরুল হক। তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম জানান, মাগুরা-যশোর সড়কের টিএনটি অফিসের সামনে বৃহস্পতিবার সন্ধ্যার পরে কর্মস্থল থেকে কাজ শেষে মিছরুল মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন