বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

মাগুরায় বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক, মাগুরা

মাগুরা-ঝিনাইদাহ মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় নারী ও পুরুষসহ আহত হয়েছে অন্তত ২৫ জন। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে মাগুরা-ঝিনাইদাহ সড়কের সাইত্রিশ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নড়াইলের মাঝপাড়ার বিমল দাস (৭৫) ও মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামের কাশেম মোল্যা (৫০)। দুর্ঘটনায় আহত রেহেনা (৩৫), শামীমা (৩০), অমিত (৩২), মিঠুন (৩২), অঞ্জলী বালা (২৫) আজমীর (৪০), বাদশা (৩০), ইব্রাহীম (১৮) ও আবুল কাশেমকে (৪৩) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মাসুদ সর্দার বলেন, ‘মাগুরা সদরের সাইত্রিশ বাজার এলাকায় ঝিনাইদাহগামী বাসকে মাগুরাগামী সবজিবোঝাই ট্রাক সামনের থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি টিম কাজ করছি। ঘটনাস্থলে এক ব্যক্তি এবং অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। গুরুতর আহত অবস্থায় ২৫ জনকে আমরা মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছি।’

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন