রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

বটিয়াঘাটায় তক্ষকসহ দুই পাচারকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা গ্রামে বন্যপ্রাণি তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হল রূপসা স্ট্যান্ড রোডের ৭৬নং মোল্যাবাড়ীর মোঃ রোস্তম আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম সাগর (৪২) ও বাগেরহাপের ফকিরহাট আড়ুয়াডাঙ্গা এলাকার শেখ আব্দুর রব ওরফে মজিবর রহমানের ছেলে মোঃ মিলন শেখ (৩৪)। তারা জনৈক মোঃ আমান উল্লাহর চায়ের দোকানের সামনে বন্যপ্রাণি তক্ষক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছিল।

জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে গোপনে অবৈধভাবে বন্যপ্রাণি তক্ষক ক্রয় করে তাদের বিভিন্ন এলাকায় বিক্রয় করে। জীবিত তক্ষক পাচারকারী দলের সক্রিয় সদস্য বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়। এঘটনায় বটিয়াঘাটা থানায় ১৯২৭ সালের বন আইন ও বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন