রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে হুমকি

ফুলবাড়িগেট প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন যোগিপোল ৪ নং ওয়ার্ডের মৃত আবুল কালাম আজাদের পুত্র ও খুলনা বড় বাজারের ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম সোহেল ( ৪০) কে ডিবি পুলিশ পরিচয়ে ফোনে হুমকি প্রদান করেছে।

তার ব্যক্তিগত মোবাইলে গত ১১ আগষ্ট বিকাল ৬ টায় ০১৮১৮ ৫৪০ ৪৫৯ নং হতে নিজেকে ডিবি পুলিশের এস আই পরিচয় দিয়ে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করে।

পরবর্তিতে সোহেলের মোবাইলে রাত সাড়ে ৮টায় আবারো ফোন দেয় এবং ডিবির এসআই মনিরুজ্জামান পরিচয় দিয়ে হুমকি দিতে থাকে। তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় ব্যবসায়ী সোহেল ১১ আগষ্ট খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন বলেন, ‘আমরা খোঁজ খবর নিয়ে দেখছি এটা কোন প্রতারক চক্রের কাজ হতে পারে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন