বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ইসলামী আন্দোলন সদর থানার ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সদর থানার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল সোমবার (১০ আগস্ট) রাত ৯টায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানা সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহা. শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন এর মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মাওঃ দ্বীন ইসলাম।

অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন ইসলামী আন্দোলন নগর সহ প্রচার সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, সহ দপ্তর সম্পাদক মুহা. সাইফুল ইসলাম। থানা সহ-সভাপতি আব্দুল মান্নান, মাওঃ আলী আকবর, ইশা ছাত্র আন্দোলনের থানা সভাপতি মুহা.আব্দুল্লাহ আল মামুন, ইসলামী আন্দোলনের মোঃ বদরুজ্জামান, মোঃ আবুল কাশেম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ রবিউল, মোঃ মিরাজ মাহাজন, মোঃ বখতিয়ার, মোঃ জাহাঙ্গীর, মোঃ আকবার, মোঃ টিপু, মোঃ রিপন, মোঃ জাকির, মোঃ রুহুল আমিন, মোঃ ইলিয়াস, মোঃ আফজাল, মোঃ আরিফুল ইসলাম মিঠু সহ প্রমুখ নেতৃবৃন্দ ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পীর সাহেব চরমোনাই হুজুরের আহ্বানে বন্যার্তদের সাহায্যার্থে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন