বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ডুমুরিয়া থানার ওসি

নিজস্ব প্রতিবেদক

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত কর্মকর্তা) আমিনুল ইসলাম বিপ্লব (৫০) গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে ৮টায় থানার ভিতরে একটি সভার মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তার মুখ থেকে রক্ত বের হলে তাকে প্রথমে নগরীর ফরটিক্স হাসপাতালে ভর্তি করা হলে সেখানে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর রাত সাড়ে ৯টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত চিকিৎসকরা মাইল্ড ব্রেনস্ট্রোক ধারণা করছেন তবে পরীক্ষা নীরিক্ষা করার আগে তেমন কিছু বলা যাচ্ছে না। আমিনুল ইসলাম ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে ডুমুরিয়া থানায় অফিসার্স ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি যশোর জেলায়।

খুলনা গেজেট / এমবিএইচ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন