Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

নগরীতে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

নগরীর বয়রা এলাকায় ভাড়া বাসায় ফ্যানের আংটার সাথে ওড়না পেচিয়ে রানী মন্ডল (১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার (৮ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রানী মন্ডল বাগেরহাট জেলার মংলা উপজেলার জয় খাঁ এলাকার গৌর মন্ডলের মেয়ে। খুলনা সিটি পলিটেকনিক ইনষ্টিটিউটের ল্যাবরেটরি মেডিসিন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নগরীর বয়রা মেইন রোড সংলগ্ন হাজী ফয়েজ উদ্দিন গার্লস স্কুলের পাশে একটি বাড়িতে মেস করে ভাড়া থাকতেন রানী মন্ডল(১৯)। সেখানে রুমের মধ্যে দড়জা লাগিয়ে অনেক ক্ষণ থাকায় পাশের রুমে অন্য শিক্ষার্থী তাকে ডাকা ডাকি করে। কোন সারা শব্দ না পেয়ে দড়জা ভেঙ্গে তাকে ফ্যানের আংটার সাথে ঝুলে থাকতে দেখে।

এ সময় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এখনও কোন মামলার খবর পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন