বৃহস্পতিবার । ১৫ই জানুয়ারি, ২০২৬ । ১লা মাঘ, ১৪৩২

পাইকগাছায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) এঘটনায় মামলা হয়েছে।

সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এস আই নিমাই চন্দ্র কুন্ডুর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানকালে উপজেলার রাড়ুলী ইউপির দাসপাড়ার পদ্মপুকুর মন্দিরের উত্তরপাশে কালিপদ দাসের বাড়ীর সামনের রাস্তার উপর থেকে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হল সাতক্ষীরা সদরের আগড়দাড়ি গ্রামের মঈনুদ্দীন মোল্যার ছেলে মাহাফুজ মোল্যা (২৭) ও একই এলাকার রুহুল আমিনের ছেলে কামরুজ্জামান (২৬)।
থানার ওসি মোঃ এজাজ শফী জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার তাদের আদালতে প্রেরন করা হয়।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন