Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

জেলা শ্রমিক লীগ সভাপতির মায়ের মৃত্যু : আ’লীগের শোক

নিজস্ব প্রতিবদেক

খুলনা জেলা শ্রমিক লীগ সভাপতি বিএম জাফরের মা মোছা: ছায়রা খাতুন (১০২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বার্ধক্য জনিত কারণে শুক্রবার দিবাগত রাত ১টায় গোপালগঞ্জের বিজয়পাশা গ্রামে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি ৭ ছেলে নাতি নাতনি, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে বাদ জুম্মা বিজয়পাশা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে ছায়রা খাতুনের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. সুজিত কুমার অধিকারী সহ আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ।

অপরদিকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এবং আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোক বিবৃতি জানানো হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন