Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তেরখাদায় করোনা পরিস্থিতিতে ডিজিটাল পাঠদান পদ্ধতি এবং সার্বিক বিষয়ে মতবিনিময়

তেরখাদা প্রতিনিধি

তেরখাদায় করোনা পরিস্থিতিতে বর্তমান দৃষ্টিকোণে অনলাইন ক্লাস বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাস্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে বর্তমান করোনা পরিস্থিতে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান ও সার্বিক বিষয়ে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা, সরকারি ইখড়ি কাটেংগা হাইস্কুলের প্রধান শিক্ষাক (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন, ছাগলাদাহ আদিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আরিফুল ইসলামসহ উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানগণের উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন