Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

গিলাতলায় সেনা কর্মকর্তার মাতার ইন্তেকাল

ফুলবাড়িগেট প্রতিনিধি

গিলাতলা গাজীপাড়ায় সেনা কর্মকর্তা কর্পোরাল রিয়াজুল ইসলামের মাতা ও মোল্যা হায়দার আলীর স্ত্রী নূর জাহান বেগম বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় গিলাতলা গাজীপাড়া বায়তুন নাজাত জামে মসজিদ সংলগ্ন গাজীপাড়া ঈদগাহ মাঠে জানাযা শেষে গাজীপাড়া কবরস্থানে দাফন করা হয়।

জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, খানজাহান আলী থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ মনিরুল ইসলাম, গাজী মনির উজ জামান মনু, সরদার আলী আহম্মেদ,কাজী আজাদুর রহমান হিরোক, শেখ তরিকুল ইসলাম, ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, সরদার মোস্তাক আহমেদ, খান আব্দুল হালিম, খান রিয়াজুল ইসলাম রাজা, শেখ শাহিনুর রহমান, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, মোল্যা মোশারফ হোসেন, শেখ আবুল কালাম আজাদ, পেশ ইমাম হাফেজ মোঃ ইয়াসিন, মুন্সি আমজাদ হোসেন, অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেন, শেখ মোহাম্মাদ আলী, গাজী রিজাউল ইসলাম, শেখ কায়কোবাদ, গাজী কামরুজ্জামান, গাজী সাজ্জাদ হোসেন সুজা, হাসিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযায় ইমামতি করেন মরহুমার পুত্র কর্পোরাল মোল্যা রিয়াজুল ইসলাম।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন