রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

নিজস্ব প্রতি‌বেদক

নগরীর হরিণটানা থানার সামনের সড়কে ট্রাকের ধাক্কায় কিনার আলী গাজী (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। বুধবার (৫ আগষ্ট) সকাল ১১ টায় এ ঘটনা ঘটে। কিনার আলী পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের সুরত আলী গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিনার আলী গাজী একটি ব্যাটারি চালিত ভ্যান নিয়ে জিরোপয়েন্ট থেকে রূপসার দিকে যাওয়ার সময় হরিণটানা থানার সামনে পৌছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে সেখানে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩ টায় তার মৃত্যু হয়।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন