Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নিখোঁজের তিনদিন পর কয়রা নদীতে গলিত লাশ

নিজস্ব প্রতিবেদক

খুলনার কয়রা নদী থেকে আব্দুল মাজেদ শিকারী (৬২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামের মৃত বেলায় শিকারীর ছেলে । নিখোঁজের তিনদিন পর গলিত লাশ উদ্ধার করলো পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন পূর্বে নিহতের পরিবারের অন্য সদস্যদের সাথে তার সামান্য ঝগড়া হয়েছিল। গত রবিবার (২ আগস্ট) থেকে নিঁখোজ ছিলেন। গত ৪ আগষ্ট দুপুরে কয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখা যায়। পরে পুলিশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। লাশের পায়ে একটি মোটা রশি (দড়ি) বাঁধা ছিল।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, এখনো মামলা হয়নি; তবে প্রস্তুতি চলছে। নিহতের স্বজনরা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন