বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

খুলনায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ঘন্টায় পাঁচজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

কেএমপি’র মুখপাত্র এডিসি কানাইলাল সরকার জানান, গ্রেফতারকৃতরা হল- দাকোপের নলিয়ান সুতারখালী মোঃ বাহার গাজীর ছেলে রুবেল গাজী (২৭), সাতক্ষীরার কুশখালী এলাকার মৃত ওজিয়ার রহমানের ছেলে আবু সাইদ হোসেন (২০), খালিশপুরের বঙ্গবাসীর মোড় হাউজিং এস্টেট এলাকার মৃত মেহেদী হাসানের ছেলে মোঃ কালাম (৪৫), দৌলতপুরের বন্দবাড়ীর ইসরাফিল বন্দের ছেলে মোঃ শিমুল বন্দ (২০) ও দৌলতপুরের দেয়ানা মোড়ল পাড়া এলাকার হারুন মোড়লের ছেলেমোঃ নাফিস ইকবাল (২০)। এসব মাদক বিক্রেতাদের কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল এবং ৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন