Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুবির অধ্যাপক আনিছুর রহমানের পিতা ইন্তেকাল : উপাচার্যের শোক

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ আনিছুর রহমানের পিতা মোঃ মফিজুল ইসলাম মঙ্গলবার বিকেল ৪ টা ১৫ মিনিটে হার্টের সমস্যাজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা নামাযে জানাযা শেষে তাঁকে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের চারা তলা গ্রামে কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ফার্মেসি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ আনিছুর রহমানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ফার্মেসি ডিসিপ্লিন প্রধান প্রফেসর আশীষ কুমার দাসসহ ডিসিপ্লিনের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি শোক প্রকাশ করেছেন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন