Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
স্মরণ সভায় নগর আ’লীগ সভাপতি

সরদার আব্দুর রাজ্জাক ও এড. নূরুল হক এক নিরাহংকার মানুষ ছিলেন

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, সরদার আব্দুর রাজ্জাক ও এ্যাড. নূরুল হক এক নিরাহংকার মানুষ ছিলেন। তারা দলের নেতাকর্মী বা সাধারণ মানুষের সাথে স্বভাবসূলভ ভাবেই আচরণ করতেন। একজন নেতা বা সংসদ সদস্য হিসেবে কখনও তারা মানুষের সাথে আচরণ করতেন না।

মঙ্গলবার (৪ জুলাই) বিকাল ৫টায় খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও খুলনা-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এ্যাড. শেখ নূরুল হক এবং জেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক-এর স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, খুলনা-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, বঙ্গবন্ধু কলেজের প্রাক্তন অধ্যক্ষ সরদার ফেরদৌস হোসেন। সভা পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, জোবায়ের আহমেদ খান জবা, মো. জাহাঙ্গীর হোসেন খান, রফিকুর রহমান রিপন, এ্যাড. রবিন্দ্র নাথ ম-ল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, মালিক সরোয়ার উদ্দিন, অধ্যা. আশরাফুজ্জামান বাবুল, মো. মোতালেব হোসেন, মো. সফিকুর রহমান পলাশ, শেখ মো. আবু হানিফ, খান সাইফুল ইসলাম, জামিল খান, দেব দুলাল বাড়ৈই বাপ্পি, মো. ইমরান হোসেন, হাবিবুর রহমান দুলাল, রাকিবুল হাসান লাবু, বিধান চন্দ্র রায়, মৃনাল কান্তি, সরদার জসিম উদ্দিন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্মরণ সভা শেষে এ্যাড. শেখ নূরুল হক ও অধ্যাপক সরদার আব্দুর রাজ্জাকের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। সূত্রঃ প্রেস রিলিজ

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন