বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

হাজী মুহাম্মদ মুহসিন কলেজ শিক্ষকের পিতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নার্গিস সেবিনার পিতা খান জিয়াউল হক (৮৬) আর নেই। তিনি দীর্ঘ দিন যাবৎ ডায়াবেটিকস ও বার্ধক্যজনিতসহ নানা রোগে ভূগছিলেন। ৩১ জুলাই রাত সাড়ে ৯টায় নগরীর ছোট বয়রা ইসলামিয়া কলেজ রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ঈদের দিন ইসলামিয়া কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়। তিনি পিএমজি’র সাবেক কর্মকর্তা ছিলেন। আগামী শুক্রবার জুম্মাবাদ ছোট বয়রাস্থ পাঁচটি মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়ায় ধর্ম প্রাণ মসলিমানদের অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন