Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

করোনায় সাবেক মেরিন কর্মকর্তা তৌহিদুজ্জামান টোলার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

মংলা বন্দর কর্তৃপক্ষের সাবেক মেরিন কর্মকর্তা, নগরীর গাউছিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক কাজী তৌহিদুজ্জামান টোলা করোনা আক্রান্ত হয়ে রবিবার (২ আগস্ট) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৪টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
নগরীর টুটপাড়া সরকারপাড়া নিবাসী খুলনা জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক ও জেলা আ’লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম হাসানের সেজো ভাই ও আসিয়া সি ফুড’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম জহিরের ছোট ভগ্নিপতি তিনি।

প্রথমে করোনা আক্রান্ত হয়ে খুলনা করোনা হাসপাতলে চিকিৎসাধীন ছিলেন। পরিস্থিতি অবনতি হলে ঢাকায় গ্রীন লাইফ হসপিটালে ভর্তি করা হয়। কয়েক দিন লাইফ সাপোর্টে থাকার পর রবিবার বিকেল সোয়া ৪ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার (৩ আগস্ট) বাদ জোহর খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্খী, আত্মীয়-স্বজন, সাবেক কর্মস্থলের সহকর্মীদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে জানাযার নামাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন