Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
খাবারসহ পুড়েছে ১৪টি ঘর

খুলনায় ডেইরি ফার্মে অগ্নিকান্ডে তিনটি গরু দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রতীকি ছবি
প্রতীকি ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের উত্তরপাশে মেসার্স জেসি ডেইরি ফার্ম নামের গরুর খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২ আগস্ট) দুপুরের এঘটনায় তিনটি গরু দগ্ধ হয়েছে। ঘন্টাখানেকের চেষ্টায় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জেসি ডেইরি ফার্মের মালিক মোঃ আসলাম আলী জানান, তারা ফার্মে থাকেন না। সেখানে কর্মচারীরা ছিল। ঘাস কেটে এসে তারা দেখেন ফার্মে আগুন লেগেছে। ফার্মে ১৪টি গরু ছিল। ৭৫ হাজার টাকার খড়সহ গরুর খাবার ছিল। ১৪টি টিন সেট ও গোলের ঘর। গরুর খাবারসহ ১৪টি ঘর পুড়ে গেছে। এতে অন্তত ১৪-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের খুলনা সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাইদুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন