Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনা নগর বিএনপি সব সময় মানুষের পাশে আছে : মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসে আক্রান্তদের মানবিক চিকিৎসা সেবায় খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠিত ‘কল সেন্টারে’ নগদ অর্থ প্রদান করেছেন জনৈক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১২ টায় নগরীর ৫৭, রূপসা স্ট্যান্ড রোডস্থ ‘কল সেন্টারের’ অস্থায়ী কার্যালয়ে ২৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুল আনাম খানের মাধ্যমে তার নিকট অত্মীয়’র কাছ থেকে সংগৃহিত অর্থ গ্রহণ করেন নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

এ সময় তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে খুলনা নগর বিএনপি সব সময় মানুষের পাশে আছে। অদৃশ্য ভাইরাস যখন গোটা বিশ্বকে স্তব্দ করে দিয়েছে তখন মানুষ নির্বিকার। তার পরে মানুষের জীবন যাপন থেমে নেই। তেমনি থেমে নেই সরকার দলীয় বাহিনীর স্বাস্থ্যখাতের দুর্ণীতি। আর এই দুর্ণীতি দুঃশাসন থেকে সবাই মুক্তি চায়। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মানুষের সেবা করার আহবান জানান তিনি।

অর্থ গ্রহণকালে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, মেহেদী হাসান দিপু, শামসুজ্জামান চঞ্চল, বদরুল আনাম খান প্রমুখ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন