বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নগরবাসীকে ঈদের শুভেচ্ছা কেসিসি’র মেয়রের

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক নগরবাসীকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ৩০ জুলাই বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠানো শুভেচ্ছা বাণীতে তিনি ঈদুল আযহার আদর্শ ও ত্যাগের মহিমায় সকলের জীবন উদ্ভাসিত হবে বলে আশা প্রকাশ করেন।

সিটি মেয়র বলেন, সর্বশক্তিমান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টির জন্য হযরত ইব্রাহীম (আ.) ত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন তা যুগে যুগে মানুষকে আল্লাহর প্রতি আনুগত্য এবং সত্যকে ধারণ করতে উদ্বুদ্ধ করেছে। তিনি কোরবানির এ আদর্শে অনুপ্রাণিত হয়ে লোভ-লালসা, হিংসা, বিদ্বেষ ত্যাগ করে দেশ ও জনগণের বৃহত্তর কল্যাণে সকলকে নিবেদিত হয়ে কাজ করার আহবান জানান।

ঈদের নির্মল আনন্দে সিটি মেয়র সকলের সুন্দর ও সুস্থ জীবন এবং সমৃদ্ধি কামনা করেন।

 

খুলনা গেজেট / এনআইআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন