Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সামাজিক দূরত্ব বজায় রেখে খুবিতে ঈদের জামাত সকাল ৭টায়

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্বদ্যিালয়ে পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ঈদের এ জামাতে নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে।

জায়নামাজ ও মাস্ক অবশ্যই সাথে থাকতে হবে। বিশ্ববিদ্যালয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস উক্ত নামাজে ইমামতি করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র এবং আশপাশের এলাকাবাসীসহ সবাইকে বিশ্ববিদ্যালয়ের ঈদের জামাতে নামাজ আদায়ের জন্য আহবান জানানো হয়েছে। জামাত শেষে বৃহত্তর মুসলিম উম্মা, বাংলাদেশ ও খুলনা বিশ্বদ্যিালয়ের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন