Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
১৫ হাজার টাকা জরিমানা

নগরীতে নকল মাস্ক-স্যানিটাইজার বিক্রি, দোকান সিলগালা

নিজস্ব প্রতিবেদক

নগরীর মুজগুন্নী এলাকায় নকল মাস্ক, স্যানিটাইজার, ডিটারজেন্ট, এলইডি ভাল্ব ও মশার কোয়েল বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট
পরিচালনা করা হয়েছে। ২৯ জুলাই বিকাল ৪টায় অভিযানটি পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।

এসময় ‘তালহা এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়। যার বেশিরভাগই সাধারণ মানুষ করোনা দূর্যোগে প্রতিরক্ষা হিসেবে ব্যবহার করেন। এসব পণ্য রাজধানীসহ অন্যান্য জেলা থেকে খুলনা আনা হত। এরপর পণ্যের ওপর লেভেল লাগিয়ে সেটি বাজারে ছড়িয়ে দেওয়া হত।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আব্দুল্লাহ-আল-ফয়সাল জানান, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে মুজগুন্নী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নকল মাস্ক, স্যানিটাইজার, ডিটারজেন্ট, এলইডি ভাল্ব, মশার কয়েল বিক্রয় করায় ‘তালহা এন্টারপ্রাইজকে’ ১৫ হাজার টাকা জরিমানা এবং দোকানটি সিলগালা করা হয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ উপস্থিতি অভিযান করা হয়। এসময় তাদেরকে জরিমানা, সিলগালাসহ ভবিষতে এমন কাজ না করার জন্য সতর্কও করা হয়।

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন