Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
কেসিসি মেয়র

করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সরকার সবকিছু করছে

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, করোনাভাইরাস থেকে মুক্তি পেতে সরকার সবকিছু করছে। এই সংক্রমণ প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। তিনি বলেন, জনগণের কল্যাণে আওয়ামী লীগ সরকার সবসময় কাজ করে যাচ্ছে। কোভিড-১৯ প্রতিরোধে সকলকে সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলতে হবে।

২৮ জুলাই দুপুরে নগর ভবনে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন খুলনা রোটারি অক্সিজেন ব্যাংকে অক্সিজেন সিলিন্ডার প্রদানকালে এসব কথা বলেন।

এসময় রোটারিয়ান ডাঃ সৈয়দ আবু সাঈদ, কেসিসি’র পাইকারি কাঁচা বাজার কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, রোটারিয়ান সরদার আবু তাহের, সালাহ উদ্দিন বাবু, রোমিও হোসেন পিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন। কেসিসি’র পাইকারি কাঁচা বাজার কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে এই অক্সিজেন সিলিন্ডারটি প্রদান করা হয়।

 

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন