Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুমেক ল‌্যাবে নতুন করে ৮৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

খুলনা মে‌ডিকেল কলেজের আর‌টি পি‌সিআর ল‌্যাবে গত ২৪ ঘন্টায় ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর ম‌ধ্যে খুলনায় শনাক্ত হয়েছে ৫৪ জন।

বৃহস্প‌তিবার (২৩ জুলাই ) খুলনা মে‌ডিকেল কলেজ সূত্রে এ তথ‌্য পাওয়া গেছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ‌্যক্ষ ডাঃ মে‌হেদী নেওয়াজ জানান, খুলনা মে‌ডি‌কেল ক‌লে‌জের আর‌টি পি‌সিআর মে‌শি‌নে মোট ২৮২‌টি নমুনা পরীক্ষা করা হয়। এর ম‌ধ্যে খুলনার নমুনা ছি‌ল ১৯০টি। মোট পজে‌টিভ ৮৬টি। খুলনার পজে‌টিভ ছি‌ল ৫৪টি। এছাড়াও খুমেকের ল্যাবে বাগেরহাটের ২৭ জন, সাতক্ষীরার ২ ও নড়াইলের ১ জন এবং যশো‌রের ২ জন রোগী শনাক্ত হয়েছে।

 

খুলনা গেজেট / এমবিএইচ / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন