খুলনার দাকোপ উপজেলার ৯নং বানিশান্তা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খেজুরিয়া গ্রামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার ৩০ (জানুয়ারি) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধূর নাম তুলসী বৈদ্য (৩০)। তিনি খেজুরিয়া গ্রামের বাসিন্দা তুহিন বৈদ্যের স্ত্রী। তার পিতার নাম হিরালাল বৈদ্য। মৃত্যুকালে তিনি দুই পুত্র সন্তান রেখে গেছেন। বড় ছেলে সোভোন বৈদ্য (৬) এবং ছোট ছেলে সুদিপ বৈদ্য (৬ মাস ৭ দিন)।
এলাকাবাসী ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, তুলসী বৈদ্য দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তাকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা করানো হলেও তিনি সুস্থ হয়ে উঠেননি।
আজ সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অগোচরে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে দাকোপ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
খুলনা গেজেট/এনএম



