শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

ছিন্নমূল পথশিশুদের নিয়ে পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল পথশিশুদের নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে খুলনা মহানগরীর লবণচরা আমতলার বালুর মাঠে সমাজের হতদরিদ্র পথশিশু ও সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক শিশুর মুখে হাসি ফোটাতে এ পিঠা উৎসবের আয়োজন করে নিসচা খুলনা মহানগর শাখা।

নিসচা খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সভাপতিত্বে পিঠা উৎসবের সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের খুলনা জেলা সংবাদদাতা কামাল মোস্তফা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ- এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন। প্রধান বক্তা ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, সমাজসেবক মো. জাকির হোসেন জমাদ্দার, সেরা রাঁধুনি ১৪২৭ খ্যাত নাদিয়া নাতাশা এবং নারী উদ্যোক্তা মনিরা রত্না।

এ সময় আরও উপস্থিত ছিলেন নিসচা খুলনা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, দপ্তর সম্পাদক তানিয়া সুলতানা, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. শাহ নেওয়াজ, জিয়াউল হক মিলন, ডালিয়া আক্তার, রোদেলা আক্তার রেশমী, গাজী সেলিম, মো. লিটন শেখ, রহমতুল্লাহ, শরিকুন জয়, আনিশাসহ অনেকে।

পিঠা উৎসবে লন্ডনে চিকিৎসাধীন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করা হয়।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন