বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

চোরের রডের আঘাতে গৃহবধু আহত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় চোরের রডের আঘাতে ইভা নামে এক গৃহবধু গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর হরিণটানা থানাধীন আসাদের মোড়ে এ ঘটনাটি ঘটে।

আহত গৃহবধুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাসার জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে হোগলাডাঙ্গা আসাদের মোড়ে অ্যাডভোকেট মোহন মুখার্জীর বাড়ির তৃতীয় তলায় স্বামী ও সন্তান নিয়ে ভাড়া থাকেন ইভা। ওই সময় বিদ্যুৎ চলে গেলে দুইজন চোর তাঁর ঘরে প্রবেশ করে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। নিচতলার ভাড়াটিয়া ও বাড়ির মালিকের স্ত্রী বিষয়টি আঁচ করতে পেরে ইভাকে ডাক দিলে ঘরের ভেতরে থাকা দুই চোর দরজা খুলে বাইরে চলে যায়। পরে আহত অবস্থায় ইভাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থলে মোট তিনজন চোর ছিল এবং সবার মুখে কাপড় বাঁধা ছিল। তারা ইভার ঘর থেকে নগদ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন