রবিবার । ২৫শে জানুয়ারি, ২০২৬ । ১১ই মাঘ, ১৪৩২

নগরীতে এক ডজন ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নগরীর বাগমারা এলাকা থেকে এক ডজন ককটেল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নাসিরের হোটেলের পেছনে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়। খবর পেয়ে র‌্যাবের বিশেষজ্ঞ টিম উদ্ধার করে সন্ধ্যায় ময়ূর আবাসিক এলাকায় নিয়ে নিষ্ক্রিয় করে।

স্থানীয়রা জানায়, দুপুর ৩টার দিকে প্রাকৃতিক কাজ করার জন্য অজ্ঞাত এক ব্যক্তি বাগমারা আদর্শ পল্লীর বিপরীতে নাসিরের ভাতের হোটেলের পেছনে বাদশা মিয়ার পরিত্যক্ত জায়গায় যায়। সেখানে একটি ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় কয়েকটি ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পায়। ঘটনাস্থল থেকে বাইরে বের হয়ে বিষয়টি স্থানীয়দের কাছে জানায় ওই অজ্ঞাত ব্যক্তি। পরে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি জানায় স্থানীয় বাসিন্দারা।

থানার ওসি তদন্ত মিজানুর রহামান বলেন, জাতীয় জরুরি সেবা থেকে ফোন পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থল ফিতা দিয়ে ঘিরে দেওয়া হয়। লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ব্যাগের ভেতর ১২ টি ককটেল দেখে তিনি র‌্যাবের বোমা বিশেষজ্ঞদের খবর দেয়। র‌্যাব এসে সন্ধ্যা ৭টার পরে সেগুলো নিষ্ক্রিয় করে।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন