শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

দিঘলিয়ায় চরমপন্থী নেতা ইলফা আটক

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)-এর চরমপন্থী ও ইলফা বাহিনীর শীর্ষ নেতা ইলফাজুর রহমান ওরফে ইলফা (৫৪) আটক হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের নিজ বাড়ি থেকে যৌথ বাহিনী তাকে আটক করে ।

এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় পরিচয়পত্র, দুটি আধার কার্ড, একটি ইনকাম ট্যাক্স কার্ড, দুটি এটিএম কার্ড, একটি দেশিয় দা, কিছু ওষুধ এবং ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, এই এলাকায় গঠিত ইলফা বাহিনীর মাধ্যমে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, ডাকাতি ও মাদক সিন্ডিকেট পরিচালনার একাধিক অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লে একপর্যায়ে তিনি ভারতে পালিয়ে যান। থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির চারটি মামলাসহ বিভিন্ন লিখিত অভিযোগ রয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন