নগরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নয়ন হাওলাদার (২৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লবণচরা থানাধীন বাগমারা খানজাহান আলী স্কুলের পাশে এ ঘটনা ঘটে।
তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নয়ন তার বন্ধুদের সঙ্গে খানজাহান আলী স্কুলের পাশে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। নয়নের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খুলনা গেজেট/এএজে

