প্রতীক বরাদ্দ পেয়ে কোমর বেধে মাঠে নেমেছে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। নির্বাচনী প্রচার প্রচারণায় সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে।
প্রচারণার প্রথম দিন খুলনা-২ আসনে ধানের শীষের নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনে ধানের শীষের রকিবুল ইসলাম বকুলের পক্ষে কর্মী সমর্থকরা দল বেধে গণসংযোগ করেছে। এসময় তাদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ করা যায়। এছাড়া গতকাল নগরীতে দাঁড়িপাল্লার পক্ষেও মিছিল করেছে জামায়াতের নেতা কর্মীরা।
ডুমুরিয়া ও ফুলতলা নিয়ে গঠিত খুলনা-৫ আসন। এ আসনের ডুমুরিয়া উপজেলার জামিরা বাজারের গৃহবধূ জেসমিন বেগম জানান, বুধবার রাত ১২টার পর কয়েকজন ছেলেকে দাড়িঁপাল্লার ব্যানার টানাতে দেখেছি। তবে আজ (বৃহস্পতিবার) সারা দিনের মধ্যে অন্যান্য প্রার্থীদের ব্যানার এ অঞ্চলে কেউ টানেননি।
ডুমুরিয়ার দোহাকুলা গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধা মনিষা বলেন, আজ বৃহস্পতিবার সূর্য উঠার আগেই হুজুরদের দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ করতে দেখেছি।
মির্জাপুর বিশ্বাস বাড়ির এক বৃদ্ধা বলেন, ৫/৬ ভ্যানে হুজুররা এসে গণসংযোগ শুরু করে খুব সকালে। ৮/৯টার পর আবার চলে যায়। খুলনা-২ আসনে রাত ১২টা ১০ মিনিটে ৪ যুবককে ছাদের ওপর উঠে শিপইয়ার্ড, বান্দাবাজারে ব্যানার টানাতে দেখা যায়।
জামায়াতের লবণচরা থানার সেক্রেটারি মাহামুদুল হাসান জিকো বলেন, ১২টা ১ থেকে ৯টি টিম ব্যানার টানানো শুরু করে। ভোর সাড়ে ৪ টায় শেষ হয়। দলের নির্দেশে এ কাজ করা হয়েছে।
ডুমুরিয়া উপজেলার সাবেক শিবির নেতা এ্যাড. আলমগীর হোসেন বলেন, মার্কা পাওয়ার সাথে সাথে ব্যানার পাঠানো হয়েছে। প্রত্যেক এলাকায় রাত ১২টা ১ মিনিট থেকে টানানো শুরু হয়। রাতেই শেষ হয়।
খুলনা গেজেট/এনএম

