সরকারি কর্মচারী হয়েও দীর্ঘদিন যাবৎ ঠিকাদারি কাজে নিয়োজিত থাকার অভিযোগ পাওয়া গেছে ডুমুরিয়ায় উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মোঃ নাছিমুল হক গাজীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে ডুমুরিয়া মুক্তিযোদ্ধা মোড়ে পুনঃনির্মাধীন একটি সড়কের কাজে তাকে নিয়োজিত থাকতে দেখা গেছে। তবে তিনি পার্টনারশিপে ঠিকাদারি করছেন বলে জানিয়েছেন এ প্রতিবেদকের কাছে।
জানা যায়, সরকারি চাকরির মূল নীতি অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারীর কোনোভাবেই ঠিকাদারি করার সুযোগ নেই। অথচ ডুমুরিয়া ভূমি অফিসের প্রধান সহকারী (বড় বাবু) মোঃ নাছিবুল হক গাজী নিয়মনীতিকে তোয়াক্কা না করে দীর্ঘদিন ঠিকাদারি পেশায় নিয়োজিত রয়েছেন। গত কয়েকদিন যাবৎ তাকে শরাফপুর সড়কে কার্পেটিংয়ের সংস্কার কাজে নিয়োজিত থাকতে দেখা গেছে। খুলনা-সাতক্ষীরা মহাসড়ক থেকে মুক্তিযোদ্ধা মোড় হয়ে তিন কিলোমিটার ডুমুরিয়া আলিয়া মাদ্রাসা পর্যন্ত সড়টি ‘জিওবি মেইনটেনেন্স প্রকল্প’র আওতায় ১ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দে রাস্তাটি সংস্কারের কাজ প্রায় শেষের পথে। মেসার্স শাহিদা এন্টার প্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করার কথা থাকলেও সানজিদা আক্তার নামের এক নারী ঠিকাদার কাজটি বাস্তবায়ন করছেন।
স্থানীয় কুদ্দুস, গৌতম, সোহেলসহ অনেকেই জানান, “ডুমুরিয়ার ভূমি অফিসের বড় বাবু এখন বড় ঠিকাদার! তিনি সর্বক্ষণ একাজ দেখাশোনা করছেন। হয়তো বা এ কাজের সাথে তিনি সম্পৃক্ত রয়েছেন।”
ঠিকাদার সানজিদা আক্তার জানান, “কাজটি মূল ঠিকাদারের কাজ থেকে তিনি কিনে নিয়েছেন। এ কাজে সহযোগিতার জন্য আমার খালাতো ভাই নাছিমুল হক দেখাশোনা করছেন।” তবে ভূমি অফিসের প্রধান সহকারী নাছিমুল হক জানান, “তিনি এ কাজের পার্টনারশিপে রয়েছেন।”
এ বিষয়ে এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম জানান, “এ কাজের সাইডে প্রায়ই নাছিমুল হক গাজীর সঙ্গে দেখা হয়। তবে এ কাজের মূলক ঠিকাদার সাহিদা এন্টারপ্রাইজ। যার প্রোপ্রাইটর সাহিদা। তবে কাজটি সানজিদা আক্তার নামের একজন নারী ঠিকাদার করছেন।
এ বিষয়ে ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস জানান, “শুনেছি নাছিমুল হকের ছেলের নামে ঠিকাদারি লাইসেন্স আছে। সেই কাজগুলো তিনি দেখাশোনা করেন।”
প্রসঙ্গত, সরকারি কর্মচারী আচরণবিধির ১৭ নম্বর ধারায় বলা হয়েছে সরকারের অনুমতি ছাড়া ঠিকাদারি বা কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন না। এই বিধিনিষেধ শুধু চাকরিজীবীর জন্য নয়, তার স্ত্রী, সন্তানসহ নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য।
খুলনা গেজেট/এইচ

