বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী এস এম ইয়াকুব আলীর (৭৫) আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রূপসা স্ট্যান্ড রোডস্থ দাদা ম্যাচ কাদেরিয়া জামে মসজিদে জুমাবাদ পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুর রহমান সাইফ। দোয়ায় খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, তরিকুল ইসলাম জহির, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, মেহেদী হাসান দিপু, জামায়াত নেতা হেমায়েত হোসেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, এমইউজে খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, সাংবাদিক কে এম জিয়াউস সাদাত, আতিয়ার পারভেজ, মোস্তাফিজুর রহমান পারভেজ, মাহবুবুর রহমান মুুন্না, আলমগীর হান্নান, আমিরুল ইসলাম, ড. ফোরকান আলী, স ম গোলাম মোস্তফা, মাশরুর মুর্শেদ, কামরুল হোসেন মনি, আবুল হাসান শেখ, সেলিম গাজী, ইমরান হোসেন, ওবায়দুর রহমান পলাশ, ফেরদৌস রহমান, মনিরুজ্জামান মোড়ল, আজাদুল হক আজাদ, এস এম ওসমান কবীর, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, কবি সৈয়দ আলী হাকিমসহ শত শত মুসল্লী অংশ নেন।
পরে মরহুমের নিজ বাসভবনেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেডিএ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলমগীর হোসাইন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা মহানগরী শেরে বাংলা রোডস্থ সুরক্ষা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
খুলনা গেজেট/এএজে

