শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

পুলিশি তৎপরতায় অবশেষে রেস্টুরেন্ট ম্যানেজারকে ছেড়ে দিল অপহরণকারীরা

নিজস্ব প্রতিবেদক

পুলিশি তৎপরতায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে অবশেষে রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে ফিরিয়ে দিল অপহরণকারীরা। গত মঙ্গলবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা গুহা রেস্টুরেন্ট থেকে নাজমুলকে অপহরণ করলেও বুধবার রাতে ডুমুরিয়া এলাকায় তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, “অপহরণকারীরা নাজমুলের পূর্ব পরিচিত। অপহরণকারী সৌরভ এক সময় গুহাতে রেস্টুরেন্টে চাকরি করত। একটি ল্যাপটপ ও কিছু টাকার বিষয় নিয়ে তাকে সেখান থেকে চাকরিচ্যুত করা হয়।

এ ঘটনার জের ধরে সৌরভ গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কিছু লোক দিয়ে নাজমুলকে অপহরণ করে প্রথমে বটিয়াঘাটা ও পরে পাইকগাছার দিকে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনার রাতে এক নারীকে দিয়ে নাজমুলের বাড়িতে মুক্তিপণ দাবি করে। পরে বিকাশের মাধ্যমে ওই নারীকে ১০ হাজার টাকা প্রদান করা হয়। বিকাশের সূত্র ধরে আমরা তাদের লোকেশন ট্রাক এবং তাদের সাথে যোগাযোগ করতে থাকি। পুলিশের তৎপরতার কারণে বুধবার রাতে অপহরণকারীরা তাকে ডুমুরিয়ার একটি স্থানে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে নাজমুল থানায় যোগাযোগ করলে তাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

কেএমপি’র উপ-পুলিশ কমিশনার মোহাম্মাদ তাজুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পরপর আমরা এবং ডিবি পুলিশের একটি টিম কাজ শুরু করি। অপহরণকারীরা তার পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা নিলেও তা পরবর্তীতে ফিরিয়ে দেয়। এ ঘটনায় অপহৃত নাজমুলের ছোট ভাই শাকিল হাসান বাদী হয়ে সৌরভ ও আবিরের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। অপহরণকারীদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন