নগরীর পূর্ব বানিয়াখামারের কাস্টম গলি থেকে মরিয়ম (৪০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নারী নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে। তার একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কাস্টম গলির বাসিন্দা সুমনের বাড়ির পাশে শিশু গাছের ডালে ঝুলে থাকা এক নারীকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে থানা থেকে পিবিআইকে খবর দেওয়া হয়। তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
স্থানীয়রা আরও জানান, বাড়ির মালিক সুমনের ছোট ভাই বরাতের কাছে প্রায়ই ওই নারী আসতেন এবং পরে চলে যেতেন।
মৃত নারীর মা পারুল বেগম জানান, তার মেয়ের একটি কন্যাসন্তান রয়েছে। বুধবার বিকেলে বাড়ি থেকে নিরালা মোড়ে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি। রাতে বিভিন্ন স্থানে তাকে খোঁজ নেওয়া হয়েছে। আজ দুপুরে তার মৃত্যুর সংবাদ জানতে পারি।
কেএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আছি। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডিকে তলব করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু।
খুলনা গেজেট/সাগর/এনএম/এএজে
