বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

ডুমুরিয়ায় সরকারি রাস্তা কেটে দখলের চেষ্টা, স্কেভেটর জব্দ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় দীর্ঘদিনের সরকারি একটি রাস্তার মাটি কেটে দখল নেওয়ার অভিযোগ উঠেছে শ্যালক ও ভগ্নিপতির বিরুদ্ধে। এ ঘটনায় তাদের ব্যবহৃত একটি স্কেভেটর মেশিন জব্ধ করেছে ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। গতকাল মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া সদরস্থ নলঘোনা-মিরেখালী বিলের মধ্যকার রাস্তার উপর থেকে স্কেভেটরটি জব্ধ করা হয়।

জানা গেছে, দীর্ঘদিনের পুরাতন জনসাধারণের চলাচলের একটি মাটির রাস্তা গত কয়েকদিন যাবত কেটে তা অপসারণের চেষ্টা করছিলো পাশের জমির মালিক আঃ বারিক শেখ। আর এ কাজে সার্বিক সহযোগিতা করেছে তার ভগ্নিপতি আঃ সামাদ। গত বিএনপি সরকারের শেষ দিকে জাপানি একটি প্রকল্পের মাধ্যমে ২১ লাখ টাকা সরকারি বরাদ্দে রাস্তাটি নির্মাণ করা হয়।

বারিকের ভগ্নিপতি সামাদ বিশ্বাস জানান, “রাস্তাটি করা হয়েছে তার শ্যালকের রেকর্ডীয় জমির মাঝ দিয়ে। তাছাড়া তাদের জমির পাশ দিয়ে মানুষের চলাচলের জন্য ইউনিয়ন পরিষদের বরাদ্দে নতুন আরও একটি রাস্তা তৈরি হয়েছে। যে কারণে রাস্তাটি অপসারণ করা হচ্ছে।”

বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান জানান, “নলঘোনা, মুচিপোতা ও মিরেখালী বিলের কৃষকদের সুবিধার্থে বিএনপি সরকারের আমলে কাটাখালী থেকে বিশ্বাস বাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দৃষ্টিনন্দন সড়কটি কেটে দখলের চেষ্টা করছে বারিক শেখ ও তার ভগ্নিপতি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন