বটিয়াঘাটায় বাগান থেকে বাবু শেখ(২৩) নামের এক যুবকের ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি উপজেলার ভান্ডারকোর্ট ইউনিয়নের ভাতগাতী গ্রামের শহিদ শেখের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল দিবাগত গভীর রাতে বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোর্ট ইউনিয়নের ভাতগাতী গ্রামের মিন্টু মোল্লার বাগানে সজনে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় একটি ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবু শেখের লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, গাছের ডালে তারই পরনের কোমরের বেল্ট দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
খুলনা গেজেট/এএজে
