বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

খুলনায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে নগরীর জোড়াগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তে খুলনা সিআইডি এবং পিবিআইয়ের বিশেষজ্ঞ দলকে তলব করা হয়েছে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান বলেন, সকাল ১০ টার দিকে জোড়াগেট এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে এমন খবর জেনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মৃত ব্যক্তি মানুসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে। তার পরিচয় শনাক্তে ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডি’র বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

 

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন