বার্ধক্যজনিত কারণে খুলনা পিটিআই জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাকছুদুর রহমান ইন্তেকাল করেছেন। সোমবার সকাল ৮ টা ৫০ মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৮ বছর। আজ বাদ আছর পিটিআই জামে মসজিদে জানাযা শেষে মরদেহ টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গত ৩ বছর ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ সকাল ৮ টা ৫০ মিনিটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘ ৬০ বছর ধরে পিটিআই জামে মসজিদে ইমামতি করেছেন। এর আগে তিনি মিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
খুলনা গেজেট/সাগর/এনএম
